বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় দুই মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দুই মন্ত্রী। তারা হলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক। তাদের সঙ্গে সংসদ সদস্য ও ব্যবসায়ী সালমান এফ রহমানও ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় আসেন নতুন মন্ত্রীরা। তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দলের স্থানীয় দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থমন্ত্রী নিজের মন্ত্রণালয় সম্পর্কে বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের কখনো সাড়ে ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি হবে বলতো না। এবার তারা বলেছে আমাদের ৭ ভাগের উপরে প্রবৃদ্ধি হবে। আমার ধারণা চলতি অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ৮.২৫ থেকে ৮.৩০ শতাংশ জিডিপি অর্জন করা সম্ভব হবে। যা আমাদের জন্য শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি।’

আইনমন্ত্রী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রসঙ্গে বলেন, ‘দেশ স্বাধীন হয়েছিল ১৬ ডিসেম্বর, সেদিন আমাদের আনন্দ এতটা ছিল না। কারণ সেদিন আমরা বঙ্গবন্ধুকে কাছে পাইনি। ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফেরেন। তখন বাংলার মানুষ আনন্দে চোখের জল ফেলেছিল। আজ সেই দিনে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় তার সমাধি এসেছি। তাকে শ্রদ্ধা জানিয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা নতুন সরকারের কার্যক্রম শুরু করতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আমার নতুন একটা যাত্রা শুরু হয়েছে। এর জন্য আমি এখানে এসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালাম। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে এসেছেন, ভবিষতে আমরা যারা নতুন সরকারে এসেছি তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবো।’

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :