ত্রাণের দুই হাজার কম্বল পুড়ে ছাই

মাদারীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০১৯, ১৮:১২

মাদারীপুর সদর উপজেলার ত্রাণ অফিসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা ত্রাণের দুই হাজার কম্বল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বুধবার সদর উপজেলার ছয়টি ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের জন্য দুই হাজার কম্বল পাঠানো হয়। কম্বলগুলো বিকালে ত্রাণ গুদামে রাখা হয়।

বৃহস্পতিবার ভোরে আগুন লেগে কম্বলগুলো পুড়ে যায়। এছাড়া পুড়ে ছাই হয় গুদামের সব আসবাবপত্র। ঘটনা তদন্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার বিষয়টি ঢাকা হেড অফিসে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :