পুরাতন ব্রিজ ভাঙতে গিয়ে দুই শ্রমিক নিহত

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১৯:১৫

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নতুন ব্রিজ নির্মাণের জন্য পুরাতন একটি ব্রিজ ভাঙার সময় ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক-কাদোশুকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের মশালডাঙ্গী গ্রামের সহবুলের ছেলে তরিকুল ইসলাম এবং একই গ্রামের আ. রউফের ছেলে তজিবুর রহমান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকুয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বর্ষা বলেন, বুজরুক এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণের বরাদ্দ পাওয়ায় সেখানে থাকা পুরাতন ব্রিজটি ভাঙা হচ্ছিল। বৃহস্পতিবার ভাঙার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এতে সেখানে কাজ করতে থাকা কয়েকজন শ্রমিক চাপা পড়েন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এলএ)