ঘাটাইলে দুই অপহরণকারী আটক

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ২২:৫০

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাড দুই অপহরণকারীকে আটক এবং অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিং এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত স্কুলছাত্রের নাম তানজিন (১৬)। সে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া এলাকার রফিক মাস্টারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অপহরণকারীরা একটি সাদা গাড়ি নিয়ে উপজেলার কুশমাইল এলাকা থেকে ৯ম শ্রেণিতে পড়ুয়া তানজিনকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে। পরে তানজিলের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সলিং এলাকায় এলে স্থানীয়রা রাস্তা ব্লক করে অপহরণকারীদের আটক করে। এসময় গাড়িতে থাকা অপহরণকারীর দুইজন পালিয়ে যায় এবং দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।

অপহরণকারীদের ব্যবহৃত গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় লোকজন। গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয় দুই অপহরণকারীকে এবং অপহৃত তানজিনকে।

সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘দুইজনকে আটক করেছি কিন্তু তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। অপহৃত তানজিন পুলিশ হেফাজতে রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এলএ)