ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০১৯, ১৩:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্টে কিম জং উনের দ্বিতীয় বৈঠক সিঙ্গাপুর অথবা ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোতে শুক্রবার খবর প্রকাশিত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কোরিয়ান হেরাল্ডকে জানান, বৈঠকটি ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং হাওয়াইতে অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে হাওয়াইতে বৈঠকে হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ সেখানে উত্তর কোরিয়ার দূতাবাস নেই।

তবে দক্ষিণ কোরিয়া আশা করছে, দুই কোরিয়ার যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে এই বৈঠক হতে পারে। তবে এটি অসম্ভব বলে এক কর্মকর্তা কোরিয়ান হেরাল্ডকে জানিয়েছে।

তিনি বলেন, ‘পানমুনজমে দ্বিতীয় বৈঠকটির আয়োজন করতে আমরা আগ্রহী। কিন্তু এটির সম্ভাবনা খুব ক্ষীণ।’

১৯৫০-৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধের পর গত বছরের এপ্রিলে সীমান্তবর্তী পানমুনজমের ঐতিহাসিক পিস হাউসে দুই কোরীয় নেতার বৈঠক অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, ‘খুব শিগগির’ যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার বৈঠক অনুষ্ঠিত হবে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্বিতীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। এতেই গুঞ্জন উঠেছে যে ভিয়েতনামের রাজধানীতেই ট্রাম্প-কিমের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সাংবাদিকদের বলেছেন, দুই দেশ বৈঠকের স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। খুব শিগগির এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :