মার্চে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ১০:২৫

আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এক ম্যাচে আলবিসিয়েস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা, তা জানা গেছে। শুক্রবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে অপর ম্যাচটি তারা খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ১৯ মার্চ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন বাদে জার্মানিতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের পারফরম্যান্সের ওপর কোপার দলে জায়গা পাওয়ার বিষয়টি অনেকটাই নির্ভর করবে।

বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসর আগামী ১৪ জুন থেকে ব্রাজিলে শুরু হবে। দক্ষিণ আমেরিকার দশটি ফুটবল খেলুড়ে দেশের সঙ্গে অতিথি দল হিসেবে থাকবে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার এবং ২০২০ অলিম্পিক আয়োজক জাপান। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :