টেকনাফে বিপুল ইয়াবাসহ দুই মরদেহ উদ্ধার

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ১১:৪২ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯, ১১:৫৮

কক্সবাজার প্রতিবেদক, ঢাকা টাইমস

কক্সবাজারের টেকনাফের নাফ নদের স্লুইস গেইটের পাশ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ দুটির কোমরে বাঁধা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  জানান, হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের নামপরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

তিনি আরও জানান, নিহত দুইজনের বয়স ২০ ও ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা যুবক ও ইয়াবা বিক্রেতা। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

টেকনাফ থানা পুলিশের ওসি (তদন্ত) এবিএস দোহা বলেন, দুই জনেরই শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে ইয়াবা পাওয়া গেছে। তাই ধারণা করা হচ্ছে তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 ঢাকা টাইমস/১২জানুয়ারি/প্রতিবেদক/ওআর