উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে পুরস্কৃত ড. মাহবুব আলী

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ১৭:০৩

ঢাকাটাইমস ডেস্ক

উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে ভূমিকার জন্যে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে পুরস্কৃত করেছে গ্লোবাল এন্ট্রি প্রিউনরশিপ গ্রিড। ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনোমিক্স চালু করায় তিনি এই পুরস্কার পেয়েছেন বলে বেঙ্গোলোরস্থ প্রফেসর ভোলানাথ দত্ত স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি বেঙ্গোলোরে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম চালুর কোর্ডিনেটর হিসেবে প্রোগ্রাম চালু করেছিলেন মাহবুব আলী। তিনি ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে মাস্টস ইন এন্ট্রিপ্রিউনিরশিপ ইকোনোমিক্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপ্রিউনিরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে চালু করেছেন। আগামীতে ব্যাচেলর অব এন্ট্রিপ্রিউনিরশিপ ইকোনোমিক্স প্রোগ্রাম চালুর চেষ্টা করছেন।

প্রফেসর ড. মাহবুব প্রথম বাংলাদেশি যিনি থাইল্যান্ডের নারিসুয়ান বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রিপ্রিউনিরশিপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে পোস্ট ডক্টরেট করেন। সারাদেশে কর্মসংস্থান ছড়িয়ে দিতে উদ্যোক্তার বিকাশ ও উদ্ভাবনী শক্তির জন্যে পাঠ ও পঠনের সম্প্রসারণের প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেবি)