‘ন্যায্য পাওনা পাবেন, কর্মস্থলে ফিরুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৩১

পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা চলছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মনে হয় না খুব বেশি সময় লাগবে। আগামী দুএকদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের প্রতি আমাদের আন্তরিকতা রয়েছে। তারা আমাদের ভাই ও বোন। তারা যেন ন্যায্য পাওনা বুঝে পান, সে বিষয়ে আমরা নজরদারি করছি।’

শনিবার দুপুরে মিরপুর মডেল থানার সামনে গরিব ও তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে শীতের পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের নামে কেউ যদি নাশকতা চালানোর চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন আছাদুজ্জামান মিয়া। বলেন, ‘পোশাক শ্রমিক আন্দোলনের নামে কেউ নিজেদের বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন কী না- আমরা তা খতিয়ে দেখছি। আমরা বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে দেখছি, কঠোর নজরদারি করছি। এরকম যদি কাউকে পাওয়া যায়, তবে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ‘রাজধানী থেকে মাদক নির্মূল ও মাদক স্পটগুলো উচ্ছেদ করা হবে। কোথাও মাদক থাকবে না।’

মাদকমুক্ত রাজধানী গড়তে নতুন করে কঠোর অভিযানের কথাও বলেন কমিশনার। গত ৫ জানুয়ারি থেকে রাজধানীসহ ঢাকার আশেপাশের এলাকায় ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা। তারা শান্তিপূর্নভাবে সকালে রাস্তায় অবস্থান করলেও পরে পুলিশ ও মালিকপক্ষের আশ^াসের পরিপ্রেক্ষিতে উঠে যান। পরদিন থেকে আবারও অবস্থান করে আসছেন। সাভারে পোশাকশ্রমিক সুমন মিয়া নিহতসহ কয়েকশ’জন আহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১২ জানুয়ারি/এএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :