মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২৩:৪৩ | প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৯, ২৩:৩৪

নারায়ণগঞ্জ জেলার বন্দরের মদনপুর এলাকায় আসামি ধরতে ধরতে যাওয়া পুলিশ সদস্যদের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য।

শনিবার রাতে মদনপুর হাইওয়েতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী ও কনস্টেবল মোহন মিয়া।

পুলিশ জানায়, আগের একটি সংঘর্ষের মামলার আসামিদের ধরতে পুলিশের একটি দল যায়। অভিযানে গ্রেপ্তার করা হয় রিফাত ও নুরুন্নবী নামে দুজনকে। এ সময় খলিল নামে এক ইউপি সদস্যের অনুসারীরা মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা আসামিদের ছিনিয়ে নেয়া ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার চেষ্টাও করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে খলিল মেম্বারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক হানিফ মিয়া জানান, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :