মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ২৩:৩৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯, ২৩:৪৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জ জেলার বন্দরের মদনপুর এলাকায় আসামি ধরতে ধরতে যাওয়া পুলিশ সদস্যদের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য।

শনিবার রাতে মদনপুর হাইওয়েতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- বন্দর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী ও কনস্টেবল মোহন মিয়া।

পুলিশ জানায়, আগের একটি সংঘর্ষের মামলার আসামিদের ধরতে পুলিশের একটি দল যায়। অভিযানে গ্রেপ্তার করা হয় রিফাত ও নুরুন্নবী নামে দুজনকে। এ সময় খলিল নামে এক ইউপি সদস্যের অনুসারীরা মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। তারা আসামিদের ছিনিয়ে নেয়া ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার চেষ্টাও করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে খলিল মেম্বারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক হানিফ মিয়া জানান, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/ইএস