সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় নিহত দুই

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৮

সাতক্ষীরায় নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে গিয়ে জুয়েল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রবিবার সকাল ৯টার দিকে শহরের জজ কোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া উপজেলা সদরের বাঘারপাড়া গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রবিবার সকাল ৯টার দিকে নির্মাণাধীন চিফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় শ্রমিক জুয়েল নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সকাল ১১টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে শাহ জামাল (৪২) নামে এক ব্যাবসায়ী নিহত হন। নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিন গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শাহ জামাল নিজে ইঞ্জিন ভ্যান চালিয়ে আসছিলেন। তুয়ারডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দিরের সামনে পৌঁছালে ইঞ্জিন ভ্যান উল্টে নিজেই গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঢাকা টাইমস/১৩জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :