কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:১৮ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫
ফাইল ছবি

পোশাক শ্রমিকদের টানা আন্দোলনের মুখে উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে কাজে না ফিরলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ।

ঘোষণা এসেছে সোমবার থেকে শ্রমিকরা কারখানায় কাজে না ফিরলে কোনো মজুরি দেওয়া হবে হবে না।

রবিবার দুপুরে পোশাক শিল্পে উদ্ভুত পরিস্থিতি নিয়ে এক সাংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

সরকার ঘোষিত সর্বশেষ মজুরি কাঠামোকে বৈষম্যমূলক উল্লেখ করে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে পোশাক শ্রমিকরা। আর এতে সংঘর্ষে একজন শ্রমিকের মৃত্যু ছাড়াও প্রায়ই কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।

গত অক্টোবরে ন্যূনতম বেতন আট হাজার টাকা ধরে নতুন যে মজুরিকাঠামো চূড়ান্ত করা হয়, তখন সেটি মেনে নেওয়ার কথাই জানান শ্রমিক নেতারা। তবে ভোট শেষে মাঠে নামে শ্রমিকরা। আর তাদের আন্দোলনের মুখে মজুরি পর্যালোচনায় মালিক, শ্রমিক ও সরকারের কমিটিও কাজ করছে।

ঢাকা টাইমস/১৩জানুয়ারি/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :