পাকুন্দিয়ায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫৭

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অ্যাথলেটিকস্ ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিক।

জেলা ক্রীড়া অফিসার আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় ক্রীড়া শিক্ষক হাবিবুল্লাহ তমিজ, মাহমুদুল হাবিব আপেল ও রবিউল আউয়াল নয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলায় চ্যাম্পিয়ন হয় বাহ্রামখানপাড়া জে.কে. উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :