ঢাকায় আন্তর্জাতিক কেরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:১৬

ঢাকাটাইমস ডেস্ক

ঢাকা অনুষ্ঠিত হচ্ছে ১৯তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এতে দেশ-বিদেশের প্রখ্যাত কারিরা অংশ নেবেন। আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

এবারের সম্মেলনে বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের কারিরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রখ্যাত কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারি।

১৯৬৬ সাল থেকে শুরু হয় এই কেরাত সম্মেলন। মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ এই সম্মেলন শুরু করেন।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/জেবি)