সাংবাদিকদের আতঙ্ক কাটাতে কাজ করব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:০৬

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আপনাদের আতঙ্ক যাতে না থাকে সেই লক্ষ্যে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করব।’

আজ রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভার শুরুতে এ বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রচার আইনটি আমার পূর্বসূরি অনেক দূর এগিয়ে নিয়েছেন। সেই কাজ চলমান আছে। সমন্বয় সভায় আমরা এই বিষয়গুলো আলোচনা করব। গণমাধ্যমকর্মীদের সম্মান রক্ষার্থে আইনের সংশোধনের কাজটি চলছে। সাংবাদিক বন্ধুদের যাতে সম্মান রক্ষা পায় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’

‘আমরা সব ধরনের সমালোচনাকে সমাদৃত করি। আমি যখন পরিবেশমন্ত্রী ছিলাম তখন আমার মন্ত্রণালয় নিয়ে ডেইলি স্টার অনেক সমালোচনা করেছে। এমনকি মন্ত্রীর কার্টুন ছাপিয়েছে। কিন্তু আমরা তাদের পরিবেশ পদক দিয়েছি। অনেক সমালোচনার পরেও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপাকেও পরিবেশ পদক দিয়েছি।’

সমালোচনা পথচলাকে শানিত করে বলে মনে করেন তথ্যমন্ত্রী। বলেন, ‘তবে অন্ধ আর একপেশে সামালোচনা কল্যাণকর হয় না। সমালোচনাকে সমাদৃত করার সংস্কৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেছেন।’

‘কোনো দেশেকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার দরকার হয়। ফলে আমাদের সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে গণমাধ্যমের দায়িত্বও অনেক বেশি।’ দেশে অনলাইন গণমাধ্যমে বিরাট বিপ্লব ঘটেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে বিভিন্ন গণমাধ্যমের যে বিকাশ, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে। বাংলাদেশে অনলাইন গণমাধ্যম বিরাট বিপ্লব ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে বিপ্লব ঘটেছে। বাংলাদেশের যেখানে ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮ লাখ, সেটি এখন ৯ কোটির কাছাকাছি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রায় ৮ কোটি মানুষ।’

একজন শিশুর মনন তৈরি, একই সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মনন সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মন্ত্রী। একটি পক্ষ (রাজনৈতিক) দেশকে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বলেন, ‘আমি মনে করি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে নিজের ভুল স্বীকার করায় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামালকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, ‘তারা এত দিনে তাদের ভুল বুঝতে পেরেছে। আমি মনে করি ভুল স্বীকারোক্তির মাধ্যমে তারা জামায়াতকে পরিত্যাগ করবেন। আশা করি বিএনপি জামায়াতকে পরিত্যাগ না করলে ড. কামাল (বিএনপি ত্যাগের) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের শপথ না নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির জোটটি, সেটিও ভুল বলে মনে করেন নতুন তথ্যমন্ত্রী। তিনি আশা করেন এই ভুল সিদ্ধান্ত পরিবর্তন করবে তারা। হাছান মাহমুদ বলেন, ‘গণতন্ত্রকে সংহত করার জন্য যারা তাদের (সংসদ সদস্য) পক্ষে রায় দিয়েছেন সেই ভোটারদের সম্মানিত করার জন্য তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং গণতন্ত্রের অভিযাত্রা সংহত করবেন।’

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এমএম মোআ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :