পর্তুগালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

রনি মোহাম্মদ, পর্তুগাল
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

পর্তুগালের রাজধানী লিসবনে জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে ১০ জানুয়ারি লিসবনের স্থানীয় এক হল রুমে এ অনুষ্ঠান হয়।

পর্তুগাল আ'লীগের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লিসবন বায়তুল মোকারম মসজিদের দ্বিতীয় খতিব মুহাম্মদ হাছান।

বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ পর্তুগাল শাখার সাবেক সভাপতি নিজাম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম-সম্পাদক ফখরুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক মেজবাউল আলম (রিগেন), মামুন আহম্মদ, মুহাম্মদ আলম, এম এ বশির এবং পর্তুগাল ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন।

বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস কারাবরণ করে বঙ্গবন্ধু এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। ওই দিন বঙ্গবন্ধু বলেছিলেন- ‘আজ আমার জন্ম স্বার্থক হয়েছে। কারণ আমার সারা জীবনের স্বপ্ন স্বাধীন বাংলা বাস্তবায়ন করতে পেরেছি।’

এসময় বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রধান নির্বাচক প্রবীণ ব্যক্তি লেহাজ উদ্দীন, পর্তুগাল আ'লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক, পর্তুগাল আ'লীগের সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, আলী হোসেন, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, জাহিদ কাইছার, মনজুরুল আলম, এমরান ভূঁইয়া, মিন্টু কুমার, ফজলুল হক খান, তানভীর আলম, জোবায়ের হোসেন, মানিক,আরিফ, শাহিন, হাসান কোরাইশি, নওসাদু রহমান ইমন, সোহেল রানা, রিজভি খান, আবু সুফিয়ান রাফি, আহম্মেদ ইয়ামিন, রাফসান রানা, ফরিদুল ইসলাম, সাজু আহম্মেদ, মারুফ আহম্মেদ, পর্তুগাল ছাত্রলীগের সভাপতি শিপলু আহম্মেদ, পর্তুগাল ছাত্রলীগের লিকসন মিয়া, দ্বীন ইসলাম রাজন, পাপলু আহম্মেদ, সোহেল রানা, রিফসান রানা, রিজভি আহম্মেদ, আবু সুফিয়ান রাফি, ফয়সাল আহম্মেদ, সাজু আহম্মেদ, ছাব্বির হোসেন, সাকির হোসেন প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও নৈশভোজের মাধ্যমে সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :