লা লিগায় মেসির ৪০০

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ১০:০১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯, ১০:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অবশেষে রেকর্ডটা হয়ে গেল। রবিবার রাতে এইবারের বিপক্ষে লা লিগায় নিজের ৪০০তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো নির্দিষ্ট দলের হয়ে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। মেসির রাতে এইবারকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ।

২০০৪-০৫ মৌসুমে লা লিগায় অভিষেক হয় মেসির। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গোলের পর গোল করেছেন তিনি। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। ৩১ বছর বয়সী মেসির মুকুটে যোগ হল এবার আরেকটি পালক। এইবারের বিপক্ষে ৫৩ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে নিজেকে ৪০০ গোলের চূড়ায় নিয়ে গেলেন মেসি। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দ্য মার্কা অবশ্য বলছে, লা লিগায় মেসির গোল ৩৯৯টি। ২০১২-১৩ মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগের ১৪তম রাউন্ডে একটি গোল করেছিলেন মেসি। যে গোলটিকে মার্কা আত্মঘাতি গোল বলছে। কারণ, লক্ষ্যে শট নেয়ার সময় বলটা প্রতিপক্ষের খেলোয়াড় ফার্নান্দো আমোরেবিয়োতার পায়ে লেগে জালে জড়ায়। তবে রেফারি মিগুয়েল লাহোজ গোলটি মেসির নামেই লিপিবদ্ধ করেন। 

মার্কা যাই বলুক, অফিসিয়াল রেকর্ড অনুযায়ী চারশ গোল হয়ে গেছে মেসির। এই সংখ্যক গোল করতে বাঁ পায়ের জাদকরের লেগেছে মাত্র ৪৩৫ ম্যাচ। ইউরোপের শীর্ষ লিগে প্রথম ফুটবলার হিসেবে চারশ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে ৬৩ ম্যাচ কম খেলে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের হয়ে ৫০৭ ম্যাচে রোনালদোর মোট গোল এখন ৪০৯টি। 

লা লিগায় সর্বাধিক গোলের রেকর্ডটা অনেক আগেই নিজের করে নিয়েছেন মেসি। দুই নম্বরে থাকা রোনালদোর গোল ৩১১টি। স্পেনের তেলমো জারা আছেন তিনে। ২৭৮ ম্যাচে ২৫১ গোল করেছেন তিনি। 

শুধু কি তাই? লা লিগায় মেসি যতগুলো গোল করেছেন, লিগের ২৯টি ক্লাব মিলিয়েও ততগুলো গোল করতে পারেনি। লিগের ৩৭টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল আছে মেসির। ২০১১-১২ মৌসুমে লা লিগায় ৫০টি গোল করেছিলেন মেসি। সেটিও একটি রেকর্ড।

ইউরোপের শীর্ষ ৫ লিগের সর্বোচ্চ গোলদাতা

স্পেন: লিওনেল মেসি (বার্সেলোনা)- ৪০০ গোল
ইংল্যান্ড: জিমি গ্রেভস (চেলসি, টটেনহাম, ওয়েস্টহাম)- ৩৫৭ গোল
জার্মানি: জার্ড মুলার (বায়ার্ন মিউনিখ)- ৩৬৫ গোল
ইতালি: সিলভিও পিওলা ( প্রো ভার্সেই, লাৎসিও, তুরিনো, জুভেন্টাস, নোভারা)- ২৭৪ গোল
ফ্রান্স: দেলিও ওনিস (রেইমস, মোনাকো, তুরস, তুলন)- ২৯৯ গোল

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/ এবিএ)