মেসিই ইতিহাস সেরা ফুটবলার: হ্যাজার্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩১

শ্রেষ্ঠত্বের প্রশ্নে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকেই এগিয়ে রাখলেন ইডেন হ্যাজার্ড। চেলসির এই বেলজিক তারকার কাছে, ইতিহাসসেরা ফুটবলার একজনই- মেসি।

সংবাদমাধ্যম এইচএলএনকে এ প্রসঙ্গে হ্যাজার্ড বলেছেন, ‘আপনি দুজনের কথা বলছেন? ইতিহাস সেরা হিসেবে আমি একজনকেই বেছে নেব। তিনি মেসি।’

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মেসির বার্সেলোনার মুখোমুখি হয়েছিল হ্যাজার্ডের চেলসি। প্রথম লেগ ড্রয়ের পর ফিরতি লেগে মেসি একাই ব্যবধান গড়ে দেন। ওই ম্যাচটা এখনও মনে আছে বেলজিক তারকার, ‘ওই দুটি ম্যাচের স্মৃতি মোটেও সুখকর নয়। তবুও মেসি আর বার্সার বিপক্ষে খেলতে পেরে খুশি হয়েছিলাম। যদিও নিজে ভালো খেলতে পারিনি।’

স্টামফোর্ড ব্রিজে শুধু মেসির খেলা দেখতেই নাকি হ্যাজার্ডের পরিবার হাজির হয়েছিল গ্যালারিতে, ‘প্রথম লেগে আমার তিন ছেলে স্টামফোর্ডে ব্রিজে উপস্থিত ছিল। বড়টা তো মেসির পাড় ভক্ত! আসলে আমরা সবাই সেদিন মেসিকে দেখতে চেয়েছিলাম। কারণ, তিনি একজন স্পেশাল ফুটবলার।’

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :