নারীকে পেটানোর অভিযোগে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:২১

বাগেরহাট শহরে চাঁদার টাকা না পেয়ে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা তাঁতী লীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক লিটু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত দশটায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার হামলায় আহত সাইদ শেখ বাদী হয়ে মডেল থানায় তাঁতী লীগ নেতা লিটুকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে শুক্রবার তাঁতী লীগ নেতা লিটু দাসের বিরুদ্ধে অসামাজিক ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে লিটু দাস ওই হামলার ঘটনায় জড়িত কি না তা উল্লেখ করা হয়নি।

শুক্রবার সকালে বাগেরহাট শহরের রেলরোডের বস্তি এলাকায় চাঁদার ২০ হাজার টাকা না পেয়ে মারপিট করে একই পরিবারের চার নারীসহ পাঁচজনকে আহত করে চাঁদাবাজরা। আহতরা হলেন, দুই বোন মিতা আক্তার, আঁখি আক্তার, চাচা সাইদ শেখ, মা আসমা বেগম, ফুফু মুক্তা বেগম।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, রবিবার রাতে বহিষ্কৃত তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :