ধাওয়া খেয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

শেরপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ফজরের নামাজ পড়তে বেরিয়ে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন আব্দুল জলিল নামে এক বৃদ্ধ। সোমবার ভোরে শেরপুরের নালিতাবাড়ীর যোগানিয়া কান্দাপাড়া সাইব আলীর মোড়ে নকলা-নাকুগাঁও মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল জলিলের ছেলে খোকন ও একই এলাকার ফিরোজ মিয়ার মেয়ে শিখা প্রেমের টানে গত বৃহস্পতিবার রাতে পালিয়ে যায়। এ ঘটনায় ফিরোজ মিয়া বাদী হয়ে খোকন ও তার বাবা জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবার ভোরে জলিল ও তার বড়ভাই সেকান্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বের হন। এসময় মামলার বাদী ফিরোজ মিয়া ও তার লোকজন জলিলকে মারধর করার লক্ষ্যে ধাওয়া করেন।

নিজেকে বাঁচাতে জলিল দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে নালিতাবাড়ীগামী একটি সার বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
প্রতিপক্ষের ধাওয়া দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)