টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ১৭:১২

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
টঙ্গী জংশন ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, আরিচপুর এলাকায় সোমবার ভোররাতে ট্রেনের নিচে কাটা পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরনে পুরোনো জিন্সের প্যান্ট এবং ছেঁড়া কালো জ্যাকেট রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)