বাড়িতে ঢুকে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১১:১২ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮

খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমনএন লারমা) নেতা মোহন কুমার ত্রিপুরাকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ি করেছে জেএসএস।

সোমবার রাত ৮টার দিকে রামগড়ের জগন্নাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহন কুমার ত্রিপুরা জেএসএসের (এমএন লারমা) রামগড় উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম কৃষ্ণ ত্রিপুরা।

স্থানীয়রা জানায়, রামগড়ের জগন্নাথপাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জেএসএস নেতা মোহন কুমার ত্রিপুরা।

এ সময় কতিপয় স্বশস্ত্র সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ঘটনার জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে জেএসএস (এমনএন লারমা)।

তাদের অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ বলছে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঢাকা টাইমসকে বলেন, নিহতের তলপেটে গুলির চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ঢাকা টাইমস/১৫জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :