দেশে আসছে ইয়ামাহা আর ১৫ ভার্সন থ্রি মভিস্টার

দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের আর১৫ মডেলের ভার্সন থ্রি মভিস্টার আনার ঘোষণা দিল এসিআই মোটরস লিমিটেড। ইতোমধ্যে বাইকটি বিক্রির জন্য প্রি-অর্ডার ঘোষণা করা হয়েছে।
এসিআই মোটরসের ওয়েবসাইটে দেওয়া লিংকে গিয়ে প্রি-অর্ডার করা যাবে। ৫০ হাজার টাকা দিয়ে প্রি-অর্ডার
করা যাবে।
আর১৫ ভার্সন থ্রি মভিস্টার বাইকটি প্রি-অর্ডার করলে ক্রেতারা ৫ হাজার টাকা ছাড় পাবেন। সঙ্গে উপহার হিসেবে রয়েছে ইয়ামাহার রাইডিং জ্যাকেট।
ইন্দোনিশিয়া থেকে অ্যাসেম্বেলিং হয়ে আসা ইয়ামাহা আর১৫ ভার্সন থ্রি মভিস্টার বাইকটিতে রয়েছে ১৫৫.১ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৯.০৪ বিএইচপি শক্তি এবং ১৪.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।
ফোর ভাল্বের এই বাইকে এসওএইচসি, ভিভিএ লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের ৬ স্পিড গিয়ারবক্স যুক্ত করা হয়েছে।
বিশেষ ফিচার হিসেবে রয়েছে ইউএসডি সাসপেনশন, এলইডি হেড লাইড, এলইডি টেল লাইট, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল।
বাইকটির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড)
সংবাদটি শেয়ার করুন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাড়া ফেলেছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো

হ্যাম রেডিও অপারেটরদের নিয়ে ফিল্ড ডে

দুই ফোনের দাম কমাল নকিয়া

হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো আনল রবি-এয়ারটেল

ঢাকায় ফাল্গুনী উদ্যোক্তা হাট

‘ডিজিটাল বাংলাদেশের ধারণা বিশ্বব্যাপী আলোচিত’

শক্তিশালী ব্যাটারির ৩ জিবি র্যামের ফোরজি ফোন আনল ওয়ালটন

বইমেলায় বিকাশ
