কুবি শিক্ষক সমিতিতে সরকারপন্থীদের নিরঙ্কুশ বিজয়

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীলদল ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল’। তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শামীমুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণের পর ফলাফল (খসড়া) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম আকন্দ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ১৭ জানুয়ারি জানানো হবে।

শিক্ষক সমিতির সপ্তম কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মেহেদী হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান; কোষাধ্যক্ষ সাদেকুজ্জামান; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফিরোজ আহমেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল হক ভূঁইয়া।

কার্যনিবাহী সদস্য পদে সজল চন্দ্র মজুমদার, মেহেদী হাসান, মিজানুর রহমান, হুমায়ুন কাইসার, জসিম উদ্দিন ও জান্নাতুল ফেরদৌস বিজয়ী হয়েছেন।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :