ফরিদপুর ইএএলজি প্রকল্পের জবাবদিহিতামূলক সভা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ২১:০৫

ফরিদপুর প্রতিবেদক, ঢাকাটাইমস

কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার বিভাগের ( ইএএলজি) প্রকল্পে সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরাদুল হক। সভায় ৩০ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকসানা রহমান বলেন, দেশ উন্নয়নে সরকারের নেয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আমরা অবশ্যই নিদিষ্ট সময়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারব।
তিনি বলেন, সরকারের প্রত্যেকটি প্রকল্পের কাজে অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহি করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগের  নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূইয়া,  প্রকল্প কর্মকর্তা মনির হোসেন মজুমদারসহ বিভিন্ন উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এলএ)