সংরক্ষিত আসনে এমপি হতে আ.লীগের ফরম নিলেন পূর্ণিমা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ২১:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। ২০০১ সালের নির্বাচনউত্তর সহিংসতার শিকার তিনি।

ধর্ষণের ঘটনায় কারো নাম প্রকাশ করা না হলেও পূর্ণিমার নাম তখন থেকেই প্রচার হয়ে যায়। আর বিএনপিকে আক্রমণের সময় বারবার তার কথাটি তুলেন আওয়ামী লীগ নেতারা।

২০০১ সালে ভোটের পর ৮ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাদের বাড়িতে হামলা হয়। সে সময় কিশোরী মেয়েটিকে দলবেঁধে ধর্ষণ করা হয়। তখন তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন পূর্ণিমা। এই ঘটনায় মামলা হলেও সে সময় অপরাধীদের বাঁচিয়ে পুলিশ ফাঁসানোর চেষ্টা করে আওয়ামী লীগ নেতাদের।

পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নতুন করে তদন্ত হয়। আর ২০১১ সালে হওয়া রায়ে সাজা হয় ১১ জনের। এদের মধ্যে পাঁচ জন এখনও ধরা পড়েনি।

গতকাল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরুর দিন ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন পূর্ণিমা।

পূর্ণিমা এখন প্রাপ্তবয়স্ক নারী যিনি তার জীবনের সবচেয়ে বাজে সময় পার করে নিজেকে সামলে নিয়েছেন। গত বছর তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তাকে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেন। তবে তারানা মন্ত্রিসভায় স্থান না পাওয়ার পর পূর্ণিমার চাকরিও শেষ হয়ে গেছে।

পূর্ণিমা এবার সংসদ সদস্য হতে চাইছেন, এই বিষয়টি গত ৩০ ডিসেম্বর ভোটের পর পূর্ণিমার ভাই ঢাকা টাইমসকে জানিয়েছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে ২৫৭টি আসন পাওয়া আওয়ামী লীগ সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৩টি পাবে। ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসবে। এরপর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন সংরক্ষিত আসনের সদস্যরা।