নাটোরে নেতার পা কেটে নেয়া আ.লীগ সম্পাদক বহিষ্কার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২৩:১৩ | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ২৩:০৫
বহিষ্কৃত আফতাব উদ্দিন

নাটোরের সিংড়ার বামিহাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলাম (৩৫) এর পা কেটে নেয়ার ঘটনায় সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমানের শেখ।

পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বামিহাল গ্রামের স্থানীয় আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন গ্রুপের ওয়ার্ড আ.লীগ নেতা মোর্শেদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৬ জানুয়ারি সকালে বামিহাল বাজারে প্রকাশ্যে জনসম্মুখে মোর্শেদুলের ডান পা ভেঙে গুড়িয়ে দিয়ে বাম পা কেটে নিয়ে যায় বহিষ্কৃত আ.লীগ নেতা আফতাব উদ্দিন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে আফতাব উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজ্জামেল হক মোজা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :