কি নিয়ে তামিম-ওয়ার্নারের তর্কযুদ্ধ?

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ১১:১৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ১১:১৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএলের গতকাল রাতে একপেশে ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সাসর্কে ¯্রফে উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার আট উইকেটের জয়ের দিনে ব্যাটে-বলে উত্তাপ না ছড়ালেও দুই দলের দুই তারকা তামিম-ওয়ার্নারের তর্কযুদ্ধ ঠিকই সেই মাত্রা ছাড়িয়েছে। তামিম-ওয়ার্নারের মাঝে ঠিক কি হয়েছিল তখন?

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলীয় ১০ রানের সময় সোহেল তানভীরের বলে শূন্য রানে আউট হন তামিম ইকবাল। টানা দুই ম্যাচে শূন্যকরা তামিম যখন সাজঘরের পথে হাটছিলেন তখনই সিলেট অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে তর্কযুদ্ধ হয়।  পরে অন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমানকেও কিছু বলতে দেখা যায় ওয়ার্নারকে। কিন্তু ঠিক নিয়ে এই কথার লড়াই সেটা মাঠের বাইরে থেকে বুঝার উপায় ছিল না।

ম্যাচ শেষে ভিক্টোরিয়ান্স তারকা তামিম ইকবালের কাছে জানতে চাইলে তিনি এটাকে তেমন গুরুতর কিছু নয় বলে জানান। পুরো বিষয়টি সহজভাবে নিয়ে তামিম হেসে উত্তর দিলেন,‘ খলার মধ্যে অনেক কিছুই হয়। এটা গুরুতর কিছু নয়।’

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এইচএ)