হটলাইনে অভিযোগ পেয়ে ভিকারুননিসায় দুদক

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ১২:১৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার  বেলা সোয়া ১১টায় দিকে দুদকের একটি দল সেখানে অভিযান চালায়।

জানা যায়, অবৈধভাবে ভর্তির অভিযোগে প্রতিষ্ঠানটিতেক অভিযান চালাচ্ছে দুদক কর্মকর্তারা। গত ডিসেম্বররে প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়। এরপরও  গতকাল মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে স্কুল কর্তৃপক্ষ।

অবৈধভাবে এ ভর্তির খবর দুদকের হট লাইনে (১০৬) কে বা কারা জানিয়ে দিলে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে দুদক।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম বলেন,  দুদকের কর্মকর্তারা স্কুলে এসেছিলেন। তারা অবৈধভাবে ভর্তির বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারা কিছুক্ষণ আগে চলে গেছেন।

তিনি আরও বলেন, কারো অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না।

 ঢাকা টাইমস/১৬জানুয়ারি/ওআর