দুই বছর পর টেস্ট দলে ব্রাভো

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচের জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে দলে নিয়েছে ক্যারিবীয়রা। আগামী ২৩ জানুয়ারি বার্বাডোজে শুরু হবে ম্যাচটি। ৩১ জানুয়ারি দ্বিতীয় ও ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তৃতীয় টেস্ট।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি হতে বাদ পড়ায় ২০১৬ সালের পর সাদা পোশাকে আর দেখা যায়নি ব্রাভোকে। গত নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ফেরেন তিনি। তবে টেস্ট দলে জায়গা পাননি। ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচের সিরিজটিতে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ডারেন ব্রাভো, শামারা ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/ এবিএ)