ময়মনসিংহে বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু। দেশীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতি ঘটাতে বর্তমান সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগে নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বুধবার সকালে ময়মনসিংহে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সংস্কৃতি প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।  

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘অপসংস্কৃতির বিস্তার রোধ করে সুস্থ ধারার বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটিয়ে একটি উন্নয়ত জাতি গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, যে আশা নিয়ে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা পূরণ করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)