মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব: বনমন্ত্রী

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

পরিবেশ  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার কথা জানিয়েছেন এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শাহাব উদ্দিন। বুধবার দুপুরে সিলেটের হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মূল অভিপ্রায় হচ্ছে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় ও প্রশাসন গড়ে তোলা। সেক্ষেত্রে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাবো।’

মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত চারবারের সংসদ সদস্য শাহাব উদ্দিন এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর।

পরিবেশ ও বনমন্ত্রী বলেন, দেশের বন সংরক্ষণ ও পরিবেশ প্রতিবেশকে সুরক্ষার জন্য জিরো টলারেন্স নীতিতে কাজ করবো।  
সিলেটের জাফলং ও ভোলাগঞ্জে টিলা কেটে অবৈধভাবে অপরিকল্পিত পাথর উত্তোলন বন্ধসহ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান মন্ত্রী।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/জেবি)