আ.লীগের ‘বড় ক্ষতি’ দেখছেন ফখরুল

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ২০:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বড় ক্ষতি’ হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘অনেক প্রশ্ন করেন আওয়ামী লীগ এমনটা কেন করল? আমি বলব, এতে আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হয়ে গেল।’    

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন বিএনপি নেতা। জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর স্মরণসভা উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

গত ৩০ ডিসেম্বরের ভোটে ইতিহাসের সবচেয়ে বাজে ফল করেছে বিএনপি। সাড়ে ১৩ শতাংশ ভোট এবং আটটি আসন পেয়েছে তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট। অন্যদিকে রাজনীতিতে তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও তার জোট পেয়েছে ২৮৮টি। আর দুই দল সমর্থিত একজন করে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন দুটি আসনে।

বিএনপির অভিযোগ, আগের রাতেই সিল দেওয়া হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। আর ভোটের দিন তাদের সমর্থকদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।
ফখরুল বলেন, ‘দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকে না। দেশে কোনো নির্বাচন হয়নি। তামাশা হয়েছে। প্রহসন হয়েছে। এই প্রহসন নিষিদ্ধ প্রহসন।’

‘মানুষের অধিকারকে হত্যা করা হয়েছে। ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।’
বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। তাদের গণতন্ত্রের  গৌরবোজ্জ্বল অতীত আছে। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের লোকেরা প্রশ্ন তুলেছে, ‘আমার ভোট আমি দিতে পারলাম না কেন?’।”

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীনদের ‘স্বভাবজাত চরিত্র’ হচ্ছে তারা সব সময় মনে করে তারা দেশের মালিক। ভিন্ন মতকে তারা সহ্য করে না।

ভোটের ফল মেনে না নেওয়া বিএনপি রাজপথ ও আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। ফখরুল বলেছেন, কিছুই হয়নি, আবার ঘুরে দাঁড়াবেন।

‘হতাশাই শেষ কথা হতে পারে না’ মন্তব্য করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘আমাদের মধ্যে যেন হতাশার জন্ম না হয়, সজাদ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর দাযিত্ব¡ এখন জাতীয় ঐক্যকে আরও সুসংগঠিত করা।’

‘কেউ যদি মনে করে এককভাবে সংগ্রাম করে বিজয় লাভ করবেন, তারা সঠিক উপলদ্ধি করতে পারছেন না। আজকে তাদেরকে (ক্ষমতাসীন) পরাজিত করতে হলে জনগণের ঐক্যের কোনও বিকল্প নেই এবং সেই জনগণের ঐক্যের মধ্য দিয়েই আপনাকে বিজয় লাভ করতে হবে।’