ওয়ার্নার যখন ডানহাতি!

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ২০:১৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ২০:২৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ইনিংসের মাঝপথে হঠাৎ হয়ে গেলেন ডানহাতি। ঘটনাটি ঘটেছে বুধবার বিপিএলে সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে।

১৯তম ওভারে বল করতে আসেন ক্রিস গেইল। ওয়ার্নার তখন ব্যক্তিগত ৪৭ রানে ব্যাট করছিলেন। প্রথম তিন ডেলিভারিতে মাত্র ২ রান নিতে পেরেছিলেন। চতুর্থ বলে মোকাবেলার আগে অজি তারকা হয়ে গেলেন ডানহাতি! সুফলও পেলেন। পরের তিন বলে একটি ছক্কা আর দুটি চার এল ওয়ার্নারের ব্যাট থেকে।

শেষ পর্যন্ত ৩৬ বলে ছয় বাউন্ডারি আর আর দুই ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। এদিন টি-টোয়েন্টির ইতিহাসে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২৫৭ ম্যাচে ওয়ার্নারে ৮ হাজার ২৯ রান দাঁড়িয়েছে। ৬টি সেঞ্চুরি আর ৬২টি হাফসেঞ্চুরি আছে তার।

এর আগে ৪৩ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস। নিকোলাস পুরানের ব্যাট থেকে এসেছে ২৬ রান। তাদের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে সিলেট।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/ এবিএ)