নোয়াখালী বাস খাদে, নিহত ২

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৩৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯, ২৩:৪১

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৮ যাত্রী আহত হন।

বুধবার রাত ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বড় পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, রাতে সোনাপুর থেকে ফেনীর উদ্দেশ্যে সুগন্ধা সার্ভিসের একটি বাস ছেড়ে যায়। পথে বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের দুইজন পুরুষ যাত্রী নিহত হন। এতে অন্তত ১৮ জন যাত্রী আহত হন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা, চৌমুহনী হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)