খুলনাকে সমীহ কুমিল্লার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৪৬

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে ছন্নছাড়া খুলনা টাইটানস। টানা চার ম্যাচ হারের পর পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে টাইটানসের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিন জয়ে যারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে।

টাইটানসের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে ভিক্টোরিয়ান্স। তাই বলে নিজেদের ফেভারিট ভাবছেন না ভিক্টোরিয়ান্সের ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসন। ম্যাচটা কঠিন হবে বলেই ধারণা তার। গতকাল সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ান্সের প্রতিনিধি হয়ে আসা ডসন বলেন, ‘তারা খুব ভালো দল। প্রতিযোগিতার অন্য দলগুলোর মতোই। খুলনার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে।’

নামের পাশে মাত্র এক জয় থাকায় সাত দলের মধ্যে খুলনার অবস্থান ছয় নম্বরে। তবে ডসন মনে করছেন, এই অবস্থান থেকেও ঘুরে দাঁড়াতে পারে রিয়াদরা। টাইটানসের কোয়ালিফাই করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না ইংলিশ তারকা, ‘তাদের দেখে আমরা মনে হয়নি পয়েন্ট টেবিলের এই অবস্থানে থাকবে তারা। আরও সাতটি ম্যাচ বাকি। কাজেই তারা যদি ছয়টি জিততে পারে তবে আমার মনে হয়, তাদের কোয়ালিফাই করার সুযোগ থাকবে।’

স্টিভ স্মিথ ইনজুরির কারণে ছিটকে গেলেও কুমিল্লা শক্তি। পারফরম্যান্সেই প্রকাশ পাচ্ছে সেটি। নতুন অধিনায়ক ইমরুল কায়েসের অধীনে টানা দুটি ম্যাচ জিতেছে তারা। ডস মনে করছেন, প্রতিটি ম্যাচই আলাদা পরিকল্পনা নিয়ে খেলা প্রয়োজন তাদের, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আমরা মাত্র পাঁচটি ম্যাচ খেলেছি। পয়েন্ট টেবিলে আমাদের অবস্থান দ্বিতীয়। তবে আমাদের কেবল একটি ম্যাচ নিয়েই ভাবতে হবে। দেখা যাক, কতদূর এগোতে পারি।

বেসিক ঠিক রেখে খেলতে পারলে জয় ধরা দেবে, এমনটাই বিশ্বাস করেন ডসন, ‘টি-টোয়েন্টি মজার খেলা। এটা দ্রুত বদলে যায়। আমাদের বেসিক ভালো করতে হবে। আশা করি, জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।’

মিরপুরের মতো সিলেটের উইকেটও রান দিতে পারছে না। যদিও প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কারণ, গত আসরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আট ম্যাচে দুটি দুইশ ছড়ানো ইনিংস দেখা গিয়েছিল। বাকি ছয়টিতে উভয় দলই দেড়শ ছড়ানো রান তুলেছিল। ভিক্টোরিয়ান্স ওপেনার তামিম ইকবালের ধারণা, আবহাওয়ার কারণেই এবার এই ভিন্নতা, ‘আবহাওয়ার কারণেই এমন হচ্ছে। সাধারণত সিলেটের উইকেট ভালো থাকে। কিন্তু শীতকালে আমাদের দেশের উইকেটগুলো নরম হয়ে যায়। তখনই স্পিন বেশি করা শুরু করে। আমরা তো অবশ্যই আশা করব যে, আরও ভালো উইকেটে খেলা হোক। আমরা অনেক সময় অনেক বেশি দোষারোপ করে ফেলি গ্রাউন্ডসম্যানদের।’

তামিমের আশা, অপেক্ষাকৃত ভালো উইকেট বেছে নেবে আয়োজন কমিটি। ডসনও মনে করছেন, আগামী ম্যাচগুলোতে রান দেখতে পাবেন তারা, ‘আমি এর আগে সিলেটে খেলিনি কাজেই এখানকার উইকেট নিয়ে আমার প্রত্যাশার কথা বলতে পারব না। তবে স্থানীয় ক্রিকেটারদের মুখে শুনেছি, এখানকার উইকেট বেশ ভালো। যদিও গত ম্যাচে ভিন্নতা চোখে পড়েছে। আমাদের হাতে আরও কয়েকটা ম্যাচ বাকি। আশা করি, ভালো উইকেট পাব।’

খুলনা-কুমিল্লা ম্যাচের আগে মুখোমুখি হবে সিলেট সিক্সার্স আর ঢাকা ডায়নামাইটস। টানা চার জয়ের পর গতকাল রাজশাহী কিংসের কাছে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ডায়নামাইটস। তবু পয়েন্ট টেবিলে শীর্ষেই অবস্থান সাকিব আল হাসানের দলের। অপরদিকে, চার ম্যাচে তিনটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট। নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচটিতে পরাজিত হয় ডেভিড ওয়ার্নারের দল। দেখা যাক, এবার তারা ঘুরে দাঁড়াতে পারে কি না।