রূপগঞ্জে রিকশাচালককে ছুরিকাঘাত মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক রিকশাচালককে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় রায়হান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাবো এলাকার মোহাম্মদ আলী ছেলে।

ভুক্তেভোগী রিকশাচালক রনি জানান, গত বছরের ১৬ ডিসেম্বর রনি ভুলতা এলাকা থেকে মুড়াপাড়া যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় প্রতিপক্ষ রায়হান, মোহাম্মদ আলী, রাজীবসহ ৪/৫ জন তাকে আটকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তারা রনির পেটে ছুরিকাঘাত করে ভুড়ি করে ফেলে। এ সময় রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় রনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ইএস