কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পাঁচ পদক

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৪

ব্যুরো প্রধান, রাজশাহী

আইএমএস ওপেন ওয়ার্ল্ড কারাতে চ্যাম্পিয়ানশিপে এবার পাঁচটি পদক অর্জন করেছে বাংলাদেশ। তাই ১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়।

গত ১০ ও ১৩ জানুয়ারি ভারতের জয়পুর রাজস্থান পিংক স্কয়ার ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজশাহীর সিতো-রিউ কারাতে-দো অ্যাকাডেমির ৭ সদস্যের কারাতে দল বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে।
বৃহস্পতিবার সকালে দলটি রাজশাহী পৌঁছেছে। এ সময় সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজু ও সহসভাপতি কাজী আমিরুল করিম বুলু দলটিকে শুভেচ্ছা জানান।

ম্পয়ানশিপে রাজশাহীর মরিয়ম বেগম, নিসাত নাওয়াল স্বচ্ছ, সাকি রেজওয়ানা একটি করে রোপ্য পদক অর্জন করেন। এছাড়া রফিকুল ইসলাম হৃদয়, হালিমা খাতুন একটি করে পান তাম্য পদক।

বাংলাদেশ দলের পক্ষে কোচের দায়িত্ব পালন করেন সেনসাই বকুল হোসেন। সহকারী কোচ ছিলেন এস ইসলাম শুভ।
এছাড়াও রেফরি হিসেবে দায়িত্ব পালন করেন কেএম. আতিকুর রহমান এলান। প্রতিযোগিতায় বাংলাদেশ এবং স্বাগতিক ভারত ছাড়াও ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, কাজাখিস্তান, আফগানস্তান, ইরান, পাকিস্তান, নেপাল, কুয়েত, দুবাই, আমেরিকা, পুয়ের্তরিকো, নাইজেরিয়া, জ্যামাইকা ও ক্রোয়েশিয়া অংশগ্রহণ করে।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/আরআর/ইএস