‘অন্ধকার যুগের পুনরাবৃত্তি যেন না হয়’

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬

শাবি প্রতিবেদক, ঢাকাটাইমস

‘পৃথিবীতে বাঙালি রাষ্ট্র একটি, আর তা হচ্ছে এই বাংলাদেশ। আমরা কাউকে অবধাবিত করতে চাই না, কারণ আমরা অবধাবিত হয়েছি। ইতিহাসকে অস্বীকার করার ক্ষমতা কারও নেই, কিন্তু বাংলাদেশে যে নবযাত্রা শুরু হলো তাকে স্বাগত জানিয়ে আমাদের সামনে যেতে হবে। সেই পুরাতন অন্ধকার যুগের যেন পুনরাবৃত্তি না হয়।’
বৃহস্পতিবার সিলেটের শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই বৈশ্বিক উন্নয়ন চাই, সড়ক চাই, সেতু চাই, উপগ্রহ চাই, পারমাণবিক প্রকল্প চাই, তার চাইতে বড় কিছু চাই, চাই আমাদের আত্মপরিচয়। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং তা পারবো।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের নবীনদের জন্য আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছি, তাদের সবার প্রধান দায়িত্ব হচ্ছে সুযোগ সৃষ্টি করে দেওয়া। তোমাদের নিয়েই আমরা আমাদের রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলবো। বর্তমান সরকার আগামী ৮০ বছরের দেশের উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি তোমাদের মতো তরুণ প্রজন্মের মাধ্যমেই সেই রোডম্যাপ বাস্তবায়িত হবে।’

নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ভর্তি কমিটির সভাপতি শামসুল হক প্রধান, সদস্য সচিব জহীর উদ্দিন আহমেদ, ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর)