ব্যাটিংয়ে জোর দিচ্ছে টাইটানস

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

একসঙ্গে যেন খুলনা টাইটানসের সব ব্যাটসম্যানের ফর্ম পড়ে গেছে। বিপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও বড় কোনো দলীয় ইনিংস উপহার দিতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ তারা মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই ম্যাচসহ প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো ভালো ব্যাটিং করতে চায় টাইটানস। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন, দলের পেস অলরাউন্ডার আরিফুল হক। 

টানা চার ম্যাচ হারের পর পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখে খুলনা। রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচটিতেও তাদের ব্যাটিং ভালো হয়নি। এই সমস্যা কাটিয়ে ওঠতে চান আরিফুল, ‘আমাদের টপ-অর্ডারে রান হচ্ছে, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। কার্লোস নাম্বার ওয়ান হিটার ব্যাটসম্যান। বিশ্বের কয়েকটা ব্যাটসম্যান ধরলে ও একজন। ও উইকেট বুঝতে পারছে না। আমি, কার্লোস নিচের দিকে কিছু রান করতে পারলে আমাদের স্কোরটা ভালো হবে। আমাদের  বোলিং সাইটা ভালো আছে, ব্যাটিংটা ভালো হলে আমরা এগিয়ে থাকতে পারবো।’

জয়ের পর খুলনার ড্রেসিংরুমে আত্মবিশ্বাস ফিরেছে বলে জানিয়েছেন আরিফুল, ‘জয়ের জন্য শেষ ম্যাচটিতে আমরা মরিয়া ছিলাম। প্রথম চারটি ম্যাচ হেরে যাওয়ার পর দলের অবস্থা নাজুক ছিল। কিন্তু রাজশাহীর বিপক্ষে জেতায় এই মুহূর্তে দলের অবস্থা খুব ভালো।’

খুলনার বোলিং বিভাগকে বাড়তি শক্তি যোগ করবে লাসিথ মালিঙ্গার অন্তর্ভুক্তি। নিউজিল্যান্ডে সিরিজের কারণে আগের ম্যাচগুলোতে ছিলেন না শ্রীলঙ্কার এই পেসার। মালিঙ্গার অভিজ্ঞতা দলের কাজে লাগবে বিশ্বাস আরিফুলের, ‘মালিঙ্গা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক। তার অভিজ্ঞতাও অসাধারণ। তার কাছ থেকে আমরা সলিড চারটা ওভার পাব। আমাদের দলের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এবারের বিপিএলে এক ম্যাচে রান হচ্ছে তো দুই ম্যাচে রান নেই। উইকেটের কারণেই এমনটা হচ্ছে। তবে এসব না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছেন আরিফুল, ‘আসলে চেষ্টা করছি রান তুলতে। আগে এই আবহাওয়াতে খেলা হতো না। এখন উইকেটে হিট করা কঠিন হয়ে যাচ্ছে। এক সময় এক ধরনের উইকেট হচ্ছে। তবে উইকেটের দোষ দিয়েও লাভ নেই। পারফরম্যান্স হচ্ছে নিজের কাছে।’

কাগজে-কলমে খুলনার চেয়ে কুমিল্লা শক্তিশালি দল। তবে আরিফুল জানালেন, তাদের কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনালের মত। কাজেই প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় নেই টাইটানসের, ‘আমাদের এখন কালকের ম্যাচ আর পরশুর ম্যাচ বলে কোন কথা নেই। আমরা যা হেরে গেছি, তা তো হেরেছিই। আমাদের এখন চিন্তা হল ম্যাচ জেতা। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমরা আমাদের নিজেদের কাজগুলো ঠিক মতো করতে চাই।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/ এইচএ/এবিএ)