কখনো বিএনপি করিনি: মৌসুমী

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯, ২০:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলা অভিনেত্রী মৌসুমী দাবি করেছেন, তিনি কখনো বিএনপি করেননি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারেক রহমানের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তার যুক্তি, ‘তারকাদেরকে অনেক জায়গায় যেতে হয়।’

বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম তোলেন রূপালী পর্দার জনপ্রিয় এই নায়িকা। এরপরই একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগ দেওয়ার পুরনো ছবিটি প্রকাশ হয়।

এই ঘটনার ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার বিকালে এফডিসিতে সংবাদ সম্মেলন করেন মৌসুমী। বলেন, ‘একজন তারকা হিসেবে বিভিন্ন রকমের মানুষের সাথেই আমার ছবি থাকতে পারে। একটা ছবি প্রমাণ করে না আমি কোন সংগঠনের সমর্থক ছিলাম। আমি কখনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’

হঠাৎ রাজনীতিতে কেন?- এরকম প্রশ্নে মৌসুমী বলেন, ‘জনগণের কল্যাণে সরাসরি অংশ নেয়া যায় রাজনীতির মাধ্যমে। আমি মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য রাজনীতি অনেক বড় একটা মাধ্যম।’

রাজনীতি আর অভিনয় একই জিনিস বলেও মনে করেন এই নায়িকা। বলেন, ‘দুই মাধ্যমের মানুষেরই লাইফস্টাইল একই রকম। একজন রাজনীতিবিদকে যেমন জনগণের সাথে স¤পৃক্ত থাকতে হয়, সেরকম একজন অভিনেতা ও অভিনেত্রীর জীবনও কিন্তু জনগণকেন্দ্রিক। সেই হিসেবে আমি কিন্তু রাজনীতির সাথেই ছিলাম।’

রাজনীতিতে আসার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য উদ্বুদ্ধ করেছে বলেও জানান মৌসুমী। বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন ইন্টারভিউতে বললেন মহিলা প্রার্থীদের তিনি নিজে  নির্বাচিত করবেন, সেদিন থেকেই আমি পরিকল্পনা করে রেখেছিলাম রাজনীতিতে আসব।’

শেখ হাসিনার ব্যাপক প্রশংসাও করেন এই অভিনেত্রী। বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে একটি স্বচ্ছ রাজনৈতিক প্রেক্ষাপট দিয়েছেন।

প্রধানমন্ত্রীকে ‘আমাদের প্রিয় নেত্রী’ উল্লেখ করে মৌসুমী বলেন, ‘যে আদর্শ বুকে লালন করে প্রতিনিয়ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা প্রতিটা বাংলাদেশির জন্য অনুপ্রেরণা হওয়া উচিত।’