‘মুক্তাগাছায় চা বাগান গড়ে তোলা হবে’

ময়মনসিংহ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:২৮

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, ‘মুক্তাগাছায় চা বাগান গড়ে তোলা হবে। সরকার কৃষিতে ভর্তুকি দেয়। সে লক্ষ্যেই মুক্তাগাছার পশ্চিম অঞ্চলে চা বাগান গড়ে তোলা যায় কিনা সমীক্ষা চালানো হয়।’

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা শহরের নতুন বাজার খেলার মাঠে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

প্রধান অতিথি বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত কাজ শুরু করা হবে।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘চিরায়ত বাঙালির লালন ও বিকাশে দেশে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এর জায়গা নির্ধারণ করা হবে।’

মুক্তাগাছাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যে আশায় আপনার আমাকে ভোট দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। গ্রামে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেব। ইন্টারনেট স্পিড বৃদ্ধি করব। সেবার খাত উন্নত করব। আধুনিক মুক্তাগাছা গড়ে তুলব। মনতলা থেকে রসুলপুর আধুনিক বাতি স্থাপন করে আলোকিত করব। সোলার প্যানেল করে মুক্তাগাছা আলোকিত করা হবে।’

কে এম খালিদ বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের আগে আমরা সরকারে। অথচ আমাদেরকেই গুলি করা হয়েছে। চারটি মোটরসাইকেল, একটি সিএনজি জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা ধৈর্য ধরেছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক ইদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন- সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান সিদ্দিক, শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলী, যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, সাধারণ সম্পাদক শুভ দে প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কন্ঠশিল্পী আঁখি আলমগীর, বাপ্পা মজুমদার, শাহনাজ বেলীসহ দেশের নামিদামি শিল্পীরা গান করেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :