বাংলাদেশের আফ্রিদিকে দেখানোর অপেক্ষায় রংপুর

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৪০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। তবে আরেক আফ্রিদিকে নিয়েও বেশ আলোচনা হচ্ছে। এই আফ্রিদি বাংলাদেশের। রংপুর রাইডার্সের অনুশীলনে লেগস্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদির বোলিং দেখে মুগ্ধ রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। সামনে যেকোনো ম্যাচেই অভিষেক হতে পারে বাংলাদেশের এই তরুণ বোলারের। তাকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে অনেক আশার কথা শুনিয়েছেন রংপুর রাইডার্সের স্পিন কোচ মোহাম্মদ রফিক।

মোহাম্মদ রফিক বলেছেন, ‘ছেলেটা হতে পারে নতুন এসেছে। তবে এটা কিন্তু একটা চমক হবে যদি সে খেলতে পারে। আর ছেলেটা খেলা শোনে এবং কাজ করে। এই ছেলেটার যদি এখানে অভিষেক হয় তাহলে পরের বছরের মধ্যেই সে কিন্তু আতঙ্কে পরিণত হবে। আমি ওর ভেতর যা গুণ দেখছি, বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, ছেলেটা যদি একটা বছর খাটে, তাহলে এক-দেড় বছরের মধ্যে বাংলাদেশ দলে খেলবে। আমি তাঁকে রশীদ খানের সাথে তুলনা করতে পারি। রশীদ খান যে ক্যাটাগরির সেও একই ক্যাটাগরির। আমি এত বছর বাংলাদেশের ক্রিকেট দেখছি। সত্য কথা বলতে আমি এমন লেগস্পিনার দেখিনি। তাঁর ফিল্ডিং দেখলাম আমি, সে কোয়ালিটি ফিল্ডিং করে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যা দরকার, তাঁর ভেতর সেই গুণটা দেখছি।’

আফ্রিদির অভিষেকের ব্যাপারে রংপুর ভাবছে কিনা এ ব্যাপারে তিনি বলেন, ‘সত্য কথা বলতে, তাঁকে দলে নেয়া হয়েছে। অবশ্যই ওই ধরনের চিন্তাভাবনা আছে। লেগস্পিনার আপনি আমি খুঁজছি। বিসিবি কিন্তু খুঁজছে না। রংপুরের অনুশীলনে ছিলাম, কতো লেগস্পিনার দেখলাম। কিন্তু এই ছেলেটার কথা বিসিবি জানেও না। আমি ইসতিয়াক ও আমার ম্যানেজমেন্টের সাথে আলাপ করে ওকে নিলাম। তারপর এখানে আসল। আমি মনে করি এই ছেলের ভাগ্যের সাথে বাংলাদেশের ভাগ্যও বদলে যাবে।’

ছয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জিতেছে রংপুর। প্লে-অফ খেলতে হলের পরের প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো হয়ে গেছে রংপুরের জন্য। এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। কারণ দেখা যাচ্ছে আমরা ভালো দল। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলতে পারছি না। সত্যি কথা বলতে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম। তবে এই বছরটি আমাদের অনেক খারাপ যাচ্ছে। জিততে জিততে হেরে যাচ্ছি আমরা। আশা করি আমরা এখান থেকে দ্রুত ফিরে আসব।’

দলের বোলিং নিয়ে মোহাম্মদ রফিক বলেন, ‘আমি মনে করি, বোলিং ডিপার্টমেন্ট ভালো আছে। আপনি দেখেন, সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আমাদের দল থেকেই দুইজন আছে। আবার আমাদের যারা ব্যাটসম্যান আছে, তারা কিন্তু তেমন ভালো ব্যাটিং করছে না। সুতরাং ওরা যেদিন ভালো ব্যাটিং করবে আমি মনে করি সেদিন ম্যাচটি অনেক সহজ হয়ে যাবে।’

বৃহস্পতিবার রংপুর দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তাকে নিয়ে রফিক বলেছেন, ‘ডি ভিলিয়ার্স আসায় অবশ্যই ব্যাটিং শক্তিশালী হবে। তবে এখানে যে উইকেট, সেই উইকেটে সময় লাগছে ব্যাটসম্যানদের। এরপরও আমি বিশ্বাস করি, তাঁরা অনেক পেশাদার। তাঁরা যেসব উইকেটে খেলে তাতে নামলেই বুঝতে পারে যে উইকেট কিরূপ আচরণ করবে।’

টানা চার ম্যাচে ব্যর্থ গেইলকে নিয়ে রফিক বলেন, ‘গেইল যে ধরনের ক্রিকেট খেলে সেটাই ন্যাচারালি খেলছে। হতে পারে তাঁর সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার বিশ্বাস, সে জায়গা মতো ঠিকই কাজ করে দিবে।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এইচএ/এসইউএল)