পরিকল্পিত সিলেট তৈরির কাজ শুরু হয়েছে: মেয়র

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ২২:২৭

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘অগ্রাধিকারভিত্তিতে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট, ছড়া-খাল ও ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে।’

তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর ২৫নং ওয়ার্ডের মুছারগাঁও রাস্তা পরিদর্শন শেষে এলাকাবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন।

মেয়র বলেন, ‘রাস্তা ও ড্রেনে যারা ময়লা-আবর্জনা ফেলে জনস্বাস্থ্য ও পরিবেশকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় তারা সমাজের ভাল চায় না।’

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, ‘বৈশ্বিক উন্নয়নের সাথে সাথে সিলেটের উন্নয়ন হলেও কায়েমি স্বার্থবাদীরা সিলেটকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে উঠতে দেয়নি। সিলেটের সমস্যা সমাধানে পরিকল্পনার ছোঁয়া লাগেনি। যে যার মতো করে নির্মাণ করেছে বাড়ি-ঘর ও বাণিজ্যিক ভবন। ফলে চরম বিশৃঙ্খলতার মাঝে সিলেট নগরী গড়ে উঠেছে। এসব শৃঙ্খলায় ফিরিয়ে আনতে জীবনের শেষ সময়টুকু নগরবাসীর জন্য ব্যয় করে যাব।’

তিনি বলেন, ‘নান্দনিকতায় নয়, সিলেট নগরকে তার অনন্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি নতুন ও পরিকল্পিত সিলেট তৈরির কাজ শুরু করেছি।’

তিনি নগরবাসীকে পরিকল্পিতভাবে বাসা-বাড়ি তৈরি করার পরামর্শ দিয়ে বলেন, ‘     পরিকল্পিত নগরী মানে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি আবাস তৈরি করা। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

এসময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুছারগাঁও রাস্তা ও ড্রেনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেন মেয়র আরিফুল।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)