ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১২:০৬
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন মিলে ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিএসএফর গুলিতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হয়। তার সঙ্গে অপর সঙ্গীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

নিহত জাহাঙ্গীর আলম রাজু (২১) রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :