কর্নাটকে কংগ্রেস ভাঙতে গিয়ে ধরাশায়ী বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:০৪

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশটির কর্নাটক রাজ্যের কংগ্রেস সাংসদদের মধ্যে ফাটল ধরাতে অভিনব পদ্ধতির আশ্রয় নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পদ্ধতির কথা প্রকাশ হতেই কার্যত ধরাশায়ী অবস্থা বিজেপির। ঘটনার বিস্তারিত উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, কর্নাটকের কংগ্রেস সাংসদদের ফোন দিয়ে বিজেপির পক্ষ থেকে তাদের দলে যোগ দিতে বলা হচ্ছিল। সেখানে তাদের বলা হয় যে, ‘১১ জন ইতিমধ্যেই এসে এসেছে। আপনি হবেন ১২তম। চলে আসুন।’

তবে পরে যখন কংগ্রেস সাংসদরা একে অপরের সঙ্গে কথা বলেন। তখন তারা জানতে পারেন যে সবাইকেই একই কথা বলা হয়েছে। এরপরই তারা বিজেপির এই প্রতারণার ফাঁদ ধরে ফেলেন। এরফলে লোকসভা ভোটের আগে কর্নাটকে সরকার উল্টে দিতে ঘুঁটি সাজানোর অবশ্য সব আয়োজন বিফল বিজেপির। এরপরই কর্নাটকসহ গোটা ভারতে আবারো ইমেজ সঙ্কটে পড়েছে নরেন্দ্র মোদির দল।

সম্প্রতি নিজেদের দলের সাংসদদের মধ্যে যেন ফাটল না ধরে এজন্য ১০৪ জনকে দিল্লির পাশেই হরিয়ানার বিলাসবহুল হোটেলে একসঙ্গে রেখেছিল বিজেপি। তাদের যেসব ঘরে রাখা হয়েছিল তার প্রত্যেকটির ভাড়া দৈনিক ৩০ হাজার টাকা। এই ইস্যুতে কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি। তবে শেষপর্যন্ত তাদের টাকা আর পরিকল্পনা দুটোই বিফলে গেছে।

কর্নাটকের কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও বিজেপি বিধায়কদের উদ্দেশে টুইটবার্তায় বলেন, ‘বিলাসবহুল আস্তানায় ছুটি কাটিয়ে রাজ্যে ফিরছেন বিজেপির বিধায়কেরা। তাদের স্বাগত জানাচ্ছি। ওরা এখন চাঙ্গা। আশাকরি নিজেদের এলাকার কাজে মন দেবেন। অনেক দিন হল ওরা নিজেদের এলাকার মানুষদের অবহেলা করছেন।’ তবে বেঙ্গালুরু ফিরে যাওয়ার আগে বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা দাবি করেছেন, লোকসভা ভোটের প্রস্তুতি নিতেই নাকি কর্নাটকের বিধায়কদের হোটেলে রাখা হয়েছিল।

কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোটের টানাপড়েনকে সামনে রেখেই সরকার উল্টে দেওয়ার খেলায় নেমেছিল বিজেপি। কিন্তু শেষপর্যন্ত পুরোটায় বিফল তাদের পরিকল্পনা।

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

এই বিভাগের সব খবর

শিরোনাম :