জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তনের দাবি

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:০৯ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:০৩

আগামী স্বাধীনতা দিবসের আগেই রাজশাহীর জাফর ইমাম আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা। নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত অ্যাডভোকেট আবদুস সালামের নামে নামকরণের দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে নগরীর মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় তারা এ দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজা, সাবেক মহানগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মোতাহার হোসেন, আলাউদ্দিন শেখ ভুলু ও তৈয়বুর রহমান।

এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। অথচ স্বাধীনতার ৪৭ বছর পরেও রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম মুক্তিযুদ্ধকালীন পাকহানাদার বাহিনী ও রাজাকার বাহিনীর অন্যতম সহযোগী জাফর ইমামের নামে রয়েছে।

তাই তারা আগামী ২৬ মার্চের আগেই রাজশাহীর এই টেনিস কমপ্লেক্সটির নাম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সালামের নামে নামকরণের জোর দাবি জানায় মুক্তিযোদ্ধারা।

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/আরআর/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :