কলম্বিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১

কলম্বিয়ার বোগোটায় পুলিশ ক্যাডেট প্রশিক্ষণ একাডেমিতে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। বিগত ১৬ বছরের মধ্যে এ নগরীতে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। কলম্বিয়া সরকার এ নৃশংস ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছে। খবর এএফপির।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে ৮০ কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি একটি গাড়ি ব্যবহার করা হয়। হামলার ঘটনার পরপরই প্রেসিডেন্ট ইভান ডুক টুইটার বার্তায় বলেন, কলম্বিয়ার সব নাগরিক সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে। আমরা একত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি।
পরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ডুক বলেন, কলম্বিয়ার সীমান্তে এবং বিভিন্ন নগরীর প্রবেশ ও বাহির পথে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে হয়েছে। এই সন্ত্রাসী হামলার মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করতে সার্বিক তদন্তের ব্যাপারে অগ্রাধিকার দিতে আমি আবেদন জানাচ্ছি।
ক্যাডেটদের পদোন্নতি অনুষ্ঠান চলাকালে বোগোটার দক্ষিণে জেনারেল ফ্রান্সিসকো পলা স্যানটান্ডার অফিসার্স স্কুলে এ বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারী নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে সরকারি প্রসিকিউটর নেস্টর হুমবার্তো মার্টিনেজ জানান, এ জঘন্য ঘটনার প্রধান সন্দেহভাজনের নাম হচ্ছে জোসে আলদেমার রোজাস রদ্রিগুয়েজ। মার্টিন জানান, রোজাস রদ্রিগুয়েজ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি নিশান পেট্রোল ট্রাক নিয়ে ওই স্কুলে প্রবেশ করে। তবে এ বিস্ফোরণের ব্যাপারে তিরি আর বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
ঢাকা টাইমস/১৮জানুয়ারি/একে
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

কয়েক মাস অন্তর দুই মিনিটের জন্য দেখা (ভিডিও)

তিন খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানসিক প্রতিবন্ধীর সাজা বাতিল

‘যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত রাশিয়া’

‘পাকিস্তান মুর্দাবাদ’ বললেই চিকেনে ১০ রুপি ছাড়

পশ্চিমবঙ্গে রক্তাক্ত কাশ্মিরী যুবক

সৌদির হাতে পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ত্রাণ ঠেকাতে মরিয়া ভেনেজুয়েলার সেনারা

কাশ্মীর হামলার ৫ দিন পর প্রতিক্রিয়া ট্রাম্পের

মোদি ‘বড় ভাই’য়ের মতো: যুবরাজ সালমান
