হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লিটু আর নেই

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

পেসেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সস্পাদক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক রাকিবুল ইসলাম লিটু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার নামাজে জানাজা শুক্রবার বাদ মাগরিব রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন অধ্যাপক রাকিবুল। মাল্টিপল অরগান ফেইলিয়র নিয়ে বৃহস্পতিবার বিকালে অধ্যাপক ডা. মাহবুবুর রহমানের অধীনে ভর্তি হন। শুক্রবার সকালে তার অবস্থা সংকটাপন্ন হলে অস্ত্রোপচার করা হয়।

ল্যাবএইড হাসপাতালের মুখপাত্র সাইফুর রহমান লেলিন জানান, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ডা. রাকিবুল ইসলাম লিটু মারা যান। তার হার্ট, কিডনি, লাংসসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়েছিল। ডাক্তারি ভাষায় যাকে মাল্টি অরগান ফেইলিয়র বলা হয়।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এআর)